Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরহাটে ঘের থেকে তার পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২২:১৮

প্রতীকী ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্য ঘের থেকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ফরহাদ শেখ (৪৮) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের লালচান্দরপুর বড়বাড়িয়া এলাকায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘের থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ শেখ উপজেলার জাড়িয়া এলাকার মৃত আমির আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, মোটর এবং বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন।

বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে থাকা একটি ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং একটি মটর উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এইচআই

ফকিরহাট মরদেহ উদ্ধার মাছের ঘের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর