বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে দুই কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক নুপুর আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী।
ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান নওয়াপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাসে তল্লাশি চালিয়ে নুপুরের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নুপুর ঢাকা মিরপুর এলাকায় থাকেন। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।