Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুনানিতে মারামারির ঘটনায় ইসির জিডি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২৩:৩৯

নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানিতে রোববার (২৪ আগস্ট) মারামারি’র ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

‎ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘সোমবার জিডি করা হয়েছে। শুনানিতে হাতাহাতি ঘটনা হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি।’

জিডি কারও নামে করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘কারও আবেদনের প্রেক্ষিতে নয় নিজেরা স্ব-উদ্যোগে করেছি।‎ শেরে বাংলা থানায় জিডি করা হয়েছে। পুলিশকে অবহিত করে রাখা হয়েছে। তদন্তের বিষয়টি পুলিশের ব্যাপার।‘

বিজ্ঞাপন

‎জানা যায়, গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা ওপর দাবি-আপত্তিতে শুনানি শুরু করে (ইসি)। শুনানির একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারি শুরু করেন। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনারি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি মারামারি সীমানার শুনানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর