Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমানা পুনর্নির্ধারণের শেষ দিন আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ০৮:০২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১০:০৩

ঢাকা: ‎আজ সীমানা পুনর্নির্ধারণের শেষ দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট‎) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হবে।

‎এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

‎শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, ‎গত রোববার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। যা আজ শেষ হচ্ছে। এরপর শুনানি পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নির্বাচন কমিশন (ইসি) সীমানা ‍পুনর্নির্ধারণ