Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া সফরে আসছে ব্রাজিল, প্রতিপক্ষ কারা?

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ০৮:৩১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ০৮:৩৯

বিশ্বকাপের আগে এশিয়া সফরে আসছে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল এখন সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়েই বেশি মনোযোগী। এবার জানা গেল, বছরের শেষভাগে এশিয়া সফরে আসছে সেলেসাওরা। এই সফরে তারা প্রীতি ম্যাচ খেলবে দুই এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে।

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল।

দক্ষিণ কোরিয়ার সিউলে আগামী ১০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। এরপর টোকিওতে ১৪ অক্টোবর জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।

বিজ্ঞাপন

সিবিএফের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চান তারা, ‘দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর, আমাদের পরিকল্পনা হলো নভেম্বরে আফ্রিকান জাতীয় দলগুলোর বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ পর্যায়ের ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলা।’

বিশ্বকাপের জন্য ব্রাজিলকে তৈরি করাই এসব প্রীতি ম্যাচের মূল লক্ষ্য, বলছেন কাইতানো, ‘বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ফুটবলের মুখোমুখি হয়ে আমাদের মূল্যবান অভিজ্ঞতা হবে এবং এইসব ম্যাচ আমাদেরকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলবে। আমরা বিশ্বকাপে এসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি।’

সারাবাংলা/এফএম

জাপান দক্ষিণ কোরিয়া ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর