ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।
বাণীতে তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।”
তারেক রহমান উল্লেখ করেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত কবি নজরুল বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন। শৈশব থেকে কঠিন জীবন-সংগ্রাম তাঁকে প্রতিবাদী করে তোলে, যা তাঁর সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, নজরুল জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহের প্রেরণা যুগিয়েছেন, তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ বাংলা সাহিত্য-সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।
তিনি আরও বলেন, নজরুলের রচনা আজও শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির প্রেরণা দেয়। মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ নানা সংগ্রামে কবির কবিতা ও গান মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।
“মানব প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদের উদ্বুদ্ধ করে। তাঁর সাহিত্যকর্ম যুগে যুগে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদ্দীপ্ত করবে এবং চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে,” যোগ করেন তিনি।