Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল তার সৃষ্টিকর্মের জন্য চিরকাল অমর থাকবেন: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ০৮:২৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১১:৫১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখ্রুলের শ্রদ্ধা।

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বাণীতে তিনি কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব বলেন, “কবি কাজী নজরুল ইসলামের মাত্র ২৩ বছরের সাহিত্য জীবন বাংলা ভাষা ও সাহিত্যকে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তার সাহিত্যকর্মে মানবতার বাণী ছিল উচ্চকিত।”

ফখরুল আরও বলেন, “বৃটিশ বিরোধী আন্দোলনে নজরুলের কবিতা ও গান যুগান্তকারী ভূমিকা পালন করেছে। তিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে অবহেলিত ও শোষিত মানুষকে অত্যাচারীর বিরুদ্ধে জাগ্রত করেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বৃটিশ শাসকদের কারা নির্যাতন সহ্য করতে হয়েছে।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। সাহিত্য ও শিল্পে তার বহুমুখী প্রতিভা থাকলেও তার প্রধান পরিচয় তিনি কবি। সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার ব্রত নিয়েই তিনি সাহিত্যকর্মে আত্মনিয়োগ করেছিলেন।”

তিনি বলেন, “নজরুল তার সৃষ্টিকর্মের জন্য চিরকাল অমর হয়ে থাকবেন।”

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

৪৯তম মৃত্যুবার্ষিকী কাজী নজরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর