Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূ মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ০৯:১৮

প্রতীকী ছবি: সারাবাংলা

খুলনা: খুলনায় স্বামীর নির্যাতনে চাঁদনী (২৫) নামের এক গৃহবধূকে মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে। তবে গৃহবধূর মৃত্যুর পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ ও চাঁদনী দম্পতি সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামিয়া কলেজ এলাকার বাসিন্দা প্যারিসের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মাসুদ পেশায় একজন রাজমিস্ত্রি। প্রায়ই তাদের সংসারে কলহ লেগে থাকতো। মঙ্গলবার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ বাঁধে। একপর্যায়ে মাসুদ রাগান্বিত হয়ে তার স্ত্রীকে কিল ও ঘুষি মারে। এতে চাঁদনী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চাঁদনীর ভাই হৃদয় জানায়, ঘটনার সময় সে বাড়িতে অবস্থান করছিল। সামান্য বিষয় নিয়ে প্রায়ই তার বোনকে মারধর করতো স্বামী মাসুদ। আজও একই ঘটনা ঘটে। তাকে আহত করার পর থেকে মাসুদ বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনার পর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।