Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ০৯:২৩

মৃত ব্যক্তির মরদেহ।

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চর ধূলাসার এলাকা থেকে কালো টিশার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করেন কুয়াকাটা নৌ-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময়ে লাশটির পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে লাশটি কয়েকদিন আগে সমুদ্রে নিমজ্জিত জেলেদের হতে পারে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলামান। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

প্রকৃতির কোলে স্নিগ্ধ সকাল
২১ অক্টোবর ২০২৫ ১৮:১২

আরো

সম্পর্কিত খবর