Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে দারুল কিরাত সাখসেল শাখায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নজমুল হক, ফ্রান্স থেকে
২৭ আগস্ট ২০২৫ ১০:২৯

অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।

ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সাখসেল শাখায় প্রথমবারের মতো আয়োজিত গ্রীষ্মকালীন পবিত্র কোরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় ফ্রেঞ্চ উইথ রাকিব একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শাখার নাজিম ও আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সেক্রেটারি কাজি আব্দুল মুহিতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের প্রেসিডেন্ট মাওলানা মাসুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেঞ্চ উইথ রাকিব একাডেমির পরিচালক হাফিজ রাকিবুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা ক্বারি মির্জা শরিকুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ক্বারি রুবেল আহমদ, প্রধান ক্বারি হাফিজ মাওলানা দোলায়েত হুসেন ও সাংবাদিক আবুল কালাম। এছাড়াও সহকারী ক্বারি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, দায়িত্বশীল কামাল আহমদ, সারওয়ার আহমদ, সহকারী হাফিজ ক্বারি খালেদ, শিপন খানসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রায় দেড় মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে জামাতে সূরা থেকে জামায়াতে ছানী পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সনদ ও পুরস্কার হাতে শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে মিলাদ, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপনী ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারি মির্জা শরিকুল ইসলাম।

আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতে প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরেও দারুল কিরাতের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

বিজ্ঞাপন

ইসিতে আপিলের শেষ দিন আজ
৯ জানুয়ারি ২০২৬ ১০:২৮

আরো

সম্পর্কিত খবর