Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে আইপিএলকে বিদায় বললেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ১২:৪৮

আইপিএলকে বিদায় বললেন অশ্বিন

গত বছরের ডিসেম্বরে হঠাৎ করেই বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। রবিচন্দ্রন অশ্বিন ঠিকই একইভাবে বিদায় জানালেন আইপিএলকেও। এক বার্তায় সাবেক এই ভারতীয় স্পিনার জানিয়েছেন, আইপিএলের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।

২০০৯ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তার। এরপর টানা ১৬ মৌসুমে খেলেছেন অশ্বিন। দীর্ঘ এই সময়ে তিনি খেলেছেন ৫টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।

আইপিএল ক্যারিয়ারে ১৮৭টি উইকেট পেয়েছেন অশ্বিন, যা টুর্নামেন্টের ইতিহাসে ৫ম সর্বোচ্চ। তিনি খেলেছেন ২২১ টি ম্যাচ।

অশ্বিন নিজের এক্স একাউন্টে লিখেছেন, ‘ আজকের দিনটা বিশেষ, এর শুরুটাও। সবাই বলেন, সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু, আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ। কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ।’

বিজ্ঞাপন

বিদায়বেলায় আইপিএলের সঙ্গে যুক্ত সবাইকে বিশেষ ধন্যবাদ জানালেন অশ্বিন, ‘দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে ধন্যবাদ, কারণ তারা আমাকে এখন পর্যন্ত যা দিয়েছে, সামনে যে সময়টা পড়ে আছে, সেটা উপভোগ ও সদ্ব্যবহার করতে চাই।’

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো ভারতীয় ক্রিকেটার আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। বৈশ্বিক নানা টুর্নামেন্ট খেলতেই তাই আইপিএলকে বিদায় জানালেন ৩৭ বছর বয়সী এই স্পিনার, ধারণা করা হচ্ছে এমনটাই।

সারাবাংলা/এফএম

আইপিএল চেন্নাই সুপার কিংস রবিচন্দ্রন অশ্বিন

বিজ্ঞাপন

এবার ২২৫ কর পরিদর্শককে বদলি
২৭ আগস্ট ২০২৫ ২২:০০

আরো

সম্পর্কিত খবর