Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১২:৪৩

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা।

কুমিল্লা: কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালীন সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হলেও বিক্ষোভ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘দীর্ঘদিন যাবত কুমিল্লা সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য প্রস্তাবিত হয়। কিন্তু এখনো চার লেনের কাজ শুরু হয়নি। এ ছাড়া দীর্ঘদিন সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হোক।’

এ ছাড়াও বক্তারা আরও বলেন, ‘সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রাণহানিসহ মানুষের অঙ্গহানি হচ্ছে। তাই সড়ক নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

দেবপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ময়নামতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা।

এদিকে, মহাসড়কের দেবপুর এলাকায় এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু করার আশ্বাসে দেবপুর এলাকাসহ অন্যান্য এলাকা থেকে বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়।

এ সময়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘কুমিল্লা সিলেট মহাসড়কটি চার লাইনে উন্নীতকরণের কাজ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে, সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আমরা আশা করছি।’

সারাবাংলা/এসডব্লিউ

অবরোধ কুমিল্লা-সিলেট মহাসড়ক সড়ক সংস্কারের দাবি

বিজ্ঞাপন

এবার ২২৫ কর পরিদর্শককে বদলি
২৭ আগস্ট ২০২৫ ২২:০০

আরো

সম্পর্কিত খবর