Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগের আসন পুনর্বহালের দাবি সিরাজগঞ্জের, পাবনা চায় বিন্যাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৩:১৫ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান।

ঢাকা: সংসদীয় আসনের খসড়া পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে নিজেদের আসন আগের মতো পুনর্বহাল চায় সিরাজগঞ্জবাসী।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ দাবি জানান তারা।

এ সময় সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ২০০১ সাল পর্যন্ত আমাদের সিরাজগঞ্জ জেলায় ৭টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ৬টি আসন করা হয়। আমাদের দাবি, আগে চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের চারটি ইউনিয়ন মিলিয়ে যে সিরাজগঞ্জ-৬ আসন ছিল, সে আসনটা আমরা ফিরে চাই। বর্তমানে আমরা বেলকুচি ও চৌহালী নিয়ে যে আসনে আছি, সেই আসনে থাকতে চাই না। আমরা দুর্গম ও নদীভাঙন এলাকা হিসেবে একটি মাত্র দাবি করছি-আমরা আগের আসনে ফিরে যেতে চাই।

বিজ্ঞাপন

পাবনার প্রতিনিধি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এদিকে জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, বর্তমানে সাথিয়া উপজেলা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন রয়েছে। বেড়া উপজেলার অপরাংশ ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন রয়েছে। আমরা শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন চাই। একইসঙ্গে বেড়ামারা ও সুজানগর নিয়ে পাবনা-২ আসন চাই।

তিনি জানান, এই দুটি আসন বিন্যাসের প্রস্তাবনা ২০১৮ সালে ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

সারাবাংলা/এনএল/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর