ঢাকা: সংসদীয় আসনের খসড়া পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে নিজেদের আসন আগের মতো পুনর্বহাল চায় সিরাজগঞ্জবাসী।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ দাবি জানান তারা।
এ সময় সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ২০০১ সাল পর্যন্ত আমাদের সিরাজগঞ্জ জেলায় ৭টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ৬টি আসন করা হয়। আমাদের দাবি, আগে চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের চারটি ইউনিয়ন মিলিয়ে যে সিরাজগঞ্জ-৬ আসন ছিল, সে আসনটা আমরা ফিরে চাই। বর্তমানে আমরা বেলকুচি ও চৌহালী নিয়ে যে আসনে আছি, সেই আসনে থাকতে চাই না। আমরা দুর্গম ও নদীভাঙন এলাকা হিসেবে একটি মাত্র দাবি করছি-আমরা আগের আসনে ফিরে যেতে চাই।

পাবনার প্রতিনিধি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এদিকে জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, বর্তমানে সাথিয়া উপজেলা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন রয়েছে। বেড়া উপজেলার অপরাংশ ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন রয়েছে। আমরা শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন চাই। একইসঙ্গে বেড়ামারা ও সুজানগর নিয়ে পাবনা-২ আসন চাই।
তিনি জানান, এই দুটি আসন বিন্যাসের প্রস্তাবনা ২০১৮ সালে ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।