Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৬:১৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৩

জালাল আহমদ।

ঢাকা: রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে রবিউলের রুমমেট জালাল আহমেদ তাকে ছুরি দিয়ে আঘাত করেছেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। রাতেই শাহবাগ থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ

জালাল আহমদ ডাকসু ভিপি প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর