Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি রাজ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৬:২২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৩

এসএম মিজানুর রহমান রাজ।

ঢাকা: চার মামলায় দণ্ডিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

এদিন সাবেক ছাত্রদল নেতা রাজ আদালতে আসেন। এ সময় তার সমর্থকেরা আদালত চত্ত্বরে উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে শেরাবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার তিন মামলায় ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে এই তিন মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, সাবেক ছাত্রনেতা রাজের চার মামলায় ৯ বছরের সাজা হয়েছিল। মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়। এসব মামলায় আজ আত্মসমর্পণ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই এসব মামলায় উচ্চ আদালতে আপিল করা হবে।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর