যাত্রীদের জুতা ও শরীরে লুকানো ছিল ৫৭ লাখ টাকার স্বর্ণ
৬ জুলাই ২০১৮ ১৫:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ১৪৪ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক দাম ৫৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ জুলাই) রাত পৌনে ১২টার দিকে বিমান বন্দরের গ্রিন চ্যানেলে অভিযান চালান শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। এসময় মোট ছয় যাত্রীর জুতা ও শরীর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট একে সেভেনটি ওয়ানের ছয় যাত্রী সোনার বার বহনের কোনো ধরনের ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় গোয়েন্দা সদস্যরা তাদের জুতা ও শরীর থেকে বিশেষ কায়দায় লুকানো বারগুলো উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে যৌথ অভিযানে বন্দরের ৫ নম্বর স্ক্যানিং গেটে একটি লাগেজ থেকে ৩ কেজি ওজনের ২৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
সারাবাংলা/এসএইচ/এসএমএন