Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমডাঙ্গায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:৩০

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে পৌর পশুহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। সে সময় একটি দ্রুতগতির ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর