Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বার ট্রাম্পের ফোন, একবারও ধরেননি মোদি: জার্মান প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ১৮:৩০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৯:১২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চারবার ফোন করেছিলেন, কিন্তু তিনি একবারও ফোন ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার অলগেমাইন জেইতুং-এর এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মোদির এই পদক্ষেপ তার ‘ক্ষোভের গভীরতা এবং সতর্কতার’ ফলাফল।

বুধবার (২৭ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, একই ধরনের দাবি করেছে জাপানের সংবাদপত্র নিক্কেই এশিয়া। সেখানে বলা হয়েছে, মোদি ট্রাম্পের কল এড়িয়ে চলছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত করার পর থেকে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে ভারত কর্তৃক রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কও অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

ভারত দৃঢ়ভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না। মোদি অঙ্গীকার করেছেন, তিনি দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে ‘কখনও আপস করবেন না’।

জার্মান পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য বিরোধ প্রমাণ করে, দিল্লি ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না। FAZ জানিয়েছে, এমন কিছু লক্ষণ রয়েছে যা ইঙ্গিত করে যে মোদি নিজেকে অপমানিত বোধ করছেন এবং ট্রাম্পের সঙ্গে কথা বলতে তার অনিচ্ছা মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে তার বিরক্তির মাত্রা প্রমাণ করে।

সারাবাংলা/এইচআই

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভারত শুল্ক

বিজ্ঞাপন

পাথর বৃদ্ধির রহস্য
২৭ আগস্ট ২০২৫ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর