Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুয়েকটা দল পিআর নিয়ে মামারবাড়ির আবদার শুরু করেছে: রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২১:২৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ০০:০০

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

জামালপুর: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুই একটা রাজনৈতিক দল পিআর নিয়ে মামারবাড়ির আবদার শুরু করে দিয়েছে।

তিনি বলেন, ‘পিআর কি এটা অনেকেই জানে না। এটা নিয়ে কখনোই আলোচনা হয়নি, এখন জোড়জবরদস্তি করছে। এ দেশের মানুষ যদি জনপ্রতিনিধিকে না চিনে তাহলে কোথায় ভোট দিবে। যারা আনন্দ বেদনায় সুখে দুখে পাশে ছিল তাদেরকেই সাধারণ মানুষ ভোট দিবে।’

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপেজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫ আগস্ট একটা ভয়ঙ্কর দানবের পরাজয় ও রক্তঝরা আন্দোলনের পরেও জাতীয় রাজনীতি এখনো স্থির হয়নি। কিছু রাজনৈতিক দল মনে করে, তারাই আন্দোলন করেছে, আর কেউ কিছু করেনি। অথচ আমাদের শত শত নেতাকর্মী খুন, গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছে। এই ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন মোকাবিলা করেই জুলাই আন্দোলনের মাঠ তৈরি করল বিএনপি। এগুলো কি সব মিথ্যা ও বৃথা হয়ে গেছে? জুলাই আন্দোলনে যারা মারা গেছেন অধিকাংশই তো বিএনপি পরিবারের। তাদেরও কি সব বৃথা।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভারতে যারা বাংলদেশি মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা আদর করে পালছেন। শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন। এইটা দিল্লি সরকারের দ্বিচারিতা।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজকে অনেক বসন্তের কোকিলের আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে। যারা সংগ্রাম করছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখনোই চাঁদাবাজ, দখলবাজ হবে না। ঐ বসন্তের কোকিলরাও নাম ভাঙ্গিয়ে এসব করছে।’

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াই অবতীর্ণ করতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করব।’ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত,বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

সারাবাংলা/এইচআই

পিআর বিএনপি রুহুল কবীর রিজভী