Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের চাপের মুখে রাকসু নির্বাচন এগিয়ে ২৫ সেপ্টেম্বর

রাবি করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২৩:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২৩:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম প্রথমে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন।

তবে এ ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানাতে শুরু করে। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে নির্বাচন কমিশন রাতে জরুরি বৈঠক ডাকে এবং পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে তিন দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করে।

বিজ্ঞাপন

নতুন তারিখ অনুযায়ী মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করার কথা ছিল। তবে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করে ২৫ তারিখ করা হয়েছে।

এ বিষয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা ভেবে নির্বাচন ২৫ তারিখ করা হয়েছে। আরও কিছু ডেট রি-এরেঞ্জ করা হয়েছে। এগুলো পরে জানানো হবে।’

সারাবাংলা/এইচআই

কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু রাকসু নির্বাচন রাবি

বিজ্ঞাপন

এবার ২২৫ কর পরিদর্শককে বদলি
২৭ আগস্ট ২০২৫ ২২:০০

আরো

সম্পর্কিত খবর