Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্তগোলা মহাশ্মশান আধুনিকীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


৬ জুলাই ২০১৮ ১৫:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: রাজধানীর পোস্তগোলা মহাশ্মশানকে আধুনিকীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন জাতীয় মহাশ্মশান কমিটির নেতারা।

শুক্রবার (৬ জুলাই) ফরিদাবাদ রামকৃষ্ণ মন্দিরে মহাশ্মশান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ হস্তক্ষেপ চাওয়া হয়।

সভয় লাশ বহন করার জন্য একটি গাড়ি প্রদান, ডোম সম্প্রদায়ের জন্য কোয়ার্টার নির্মাণ এবং শ্মশানে যাতায়াতের পথটি সংস্কারকরণ যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন লাশ নিয়ে সঠিকভাবে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন শ্মশান কমিটির সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দাস, অ্যাডভোকেট সুশান্ত বসু, অরুণ সরকার রানা, বিপুল ঘোষ শংকর, গোপাল চন্দ্র দাস, বাবুল দে, তপন কুমার ঘোষ। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন থানার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। -প্রেসবিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর