Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ০৯:১৭

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহযোগিতায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতরে লাইটের আলো এবং সন্দেহজনক শব্দ শুনতে পান। এতে সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার, অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্নও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, আটক সহিদুল হক ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।

ভজনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তবিবর রহমান জানান, ধারণা করা হচ্ছে, সহিদুল হক বিকেলের দিকে ব্যাংকে লুকিয়ে পড়ে এবং রাতের নির্জনতায় ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ একটি বাজারের মাঝখানে অবস্থিত ব্যাংকটিতে এমন ঘটনার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক হলেও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় ঘটনা ভেস্তে যায়।

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/ইআ

ব্যাংকে ডাকাতির চেষ্টা যুবক আটক

বিজ্ঞাপন

রানার গ্রুপে চাকরির সুযোগ
২৮ আগস্ট ২০২৫ ১০:২৬

আরো

সম্পর্কিত খবর