ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আজ রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে রোডম্যাপ বা কর্সপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে কমিশন। এখন শুধু ঘোষণা অপেক্ষা।
বুধবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেছিলেন, নির্বাচনি রোডম্যাপ পেতে অপেক্ষা বৃহস্পতিবারের (২৮ আগস্ট)।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চার নির্বাচন কমিশনারের বৈঠকে রোডম্যাপ অনুমোদন পেয়েছে। এখন শুধু প্রকাশের অপেক্ষা।
এই রোডম্যাপের মধ্য দিয়েই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ে কার্যক্রমের বাস্তবায়ন।
নির্বাচনের এই রোডম্যাপে নির্বাচনের আগের ও পরের যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতিমূলক কার্যক্রম-সবকিছুরই উল্লেখ থাকবে।
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ০৯:৫৯
২৮ আগস্ট ২০২৫ ০৯:৫৯
সারাবাংলা/এনএল/ইআ
জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের রোডম্যাপ