জাপানের মধ্যাঞ্চলের আইচি প্রদেশের তোয়োয়াকে শহরের প্রায় ৬৯ হাজার বাসিন্দার জন্য স্মার্টফোন ব্যবহারে দৈনিক দুই ঘণ্টার সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
শহর কর্তৃপক্ষের এই প্রস্তাবটি গত সপ্তাহে স্থানীয় আইনপ্রণেতাদের কাছে জমা দেওয়া হয়েছে। বর্তমানে তা আলোচনায় রয়েছে এবং অনুমোদন পেলে আগামী অক্টোবরে কার্যকর হতে পারে।
তোয়োয়াকে শহরের মেয়র মাসাফুমি কোকি জানিয়েছেন, এ সীমা কেবল কাজ ও পড়াশোনার বাইরের সময়ের জন্য প্রযোজ্য হবে এবং এটি বাধ্যতামূলক নয়, বরং নাগরিকদেরকে সচেতন করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গ করলে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না।
তিনি বলেন, ‘দুই ঘণ্টার সীমা কেবল একটি নির্দেশনা, এটি নাগরিকদের অধিকার সীমিত করবে না বা নতুন কোনো কর্তব্য আরোপ করবে না। বরং আমি চাই এটি প্রতিটি পরিবারকে আলোচনার সুযোগ করে দিক যে স্মার্টফোনে কতটা সময় ব্যয় করা উচিত এবং দিনের কোন সময়ে ব্যবহার করা উচিত।’
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রান্না বা ব্যায়ামের সময় ভিডিও দেখা, অনলাইন শিক্ষায় অংশ নেওয়া কিংবা ই-স্পোর্টস টুর্নামেন্টের প্রস্তুতির মতো কার্যক্রমে ব্যবহৃত সময় এ দুই ঘণ্টার মধ্যে গণনা হবে না।
মেয়র কোকি আরও বলেন, স্মার্টফোন দৈনন্দিন জীবনে অপরিহার্য হলেও এর অপব্যবহার উদ্বেগজনক। অনেক শিক্ষার্থী ফোন ছাড়া ঘর থেকে বের হতে না চাওয়ায় স্কুল ফাঁকি দিচ্ছে, আবার প্রাপ্তবয়স্করা ঘুম ও পরিবারের সময় ত্যাগ করে ফোনে ব্যস্ত থাকছে।
প্রস্তাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত ৯টার মধ্যে এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কদের রাত ১০টার মধ্যে স্মার্টফোন ব্যবহার বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।