ঢাকা: চলন বিল ভরাট করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা পরিত্যাগ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও চলন বিল রক্ষা আন্দোলনসহ সহযোগী সংস্থাগুলো।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের মতো চূড়ান্ত জমি-স্বল্পতার দেশে বিপুল পরিমাণ জমি জুড়ে বিশ্ববিদ্যালয়য়ের ক্যাম্পাস নির্মাণের প্রবণতা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। একইসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প স্থানে ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবের পক্ষে অবস্থান নিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অধ্যাপক ড.নুর জামান তালুকদারের সভাপত্বিতে সংবাদ সম্মেলন বক্তারা আরও বলেন, এই চলনবিলের একইসঙ্গে কয়েকটি নদী নালার পানি প্রবাহিত হয় তাই এই ধরনের বিল কে অচল না করার আহ্বানও জনান তারা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের দেশে আরও আগেই হওযা উচিত ছিল, কেননা রবীন্দ্রনাথ আমাদের বাংলা ভাষাভাষীদের সারাবিশ্বে পরিচয় করিয়েছেন তাই তার নামে বিশ্ববিদ্যালয় আমাদের আরও আগেই হওয়ার কথা ছিল। তাই চলনবিলের মতো প্রবাহমান বিল ধংস করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নয়।