Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এআই’র মাধ্যমে পুঁজিবাজারে প্রতারণা, বিএসইসি’র সতর্কবার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৪:৩৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৬:৫৮

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে (হোয়াটস অ্যাপ, টেলিগ্রাম) একাধিক প্রতারকচক্রের প্রতারণার বিষয়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এর আগে পুঁজিবাজারে প্রতারকচক্রের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পক্ষ থেকেও বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে।

বিএসইসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থার মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে। প্রতারকচক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে (হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম) বিনিয়োগকারীদের লোভনীয় বার্তা পাঠিয়ে থাকে। এক্ষেত্রে বিনিয়োগের পর প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা হয়। পরবর্তী সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করা হয়ে থাকে। এভাবে বড় অংকের টাকা হাতিয়ে নিতে একসময় বিনিয়োগকারীকে জানানো হয় যে, যেই মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করেছে সেটিতে সমস্যা হয়েছে। এ জন্য বিনিয়োগকারীকে আরও অর্থ দিতে হবে। এভাবে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়ার পর প্রতারকচক্র ভুক্তভোগীকে ব্লক করে দেয়।

বিজ্ঞাপন

এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষার জন্য সাধারণ বিনিয়োগকারীদের নিজ নামে বিও হিসাব ও নিবন্ধিত স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যম ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বা আর্থিক লেনদেন না করা এবং
সিকিউরিটিজ বা শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত লেনদেন বিনিয়োগকারীর নিজ নামে পরিচালিত বিও হিসাবে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কি না- তা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে বিএসইসি।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারক চক্রের বিষয়ে বা পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো অনিয়মের বিষয়ে তথ্য পাওয়া গেলে- তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ই-মেইলে ([email protected]) পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/আরএস

পুঁজিবাজার বিএসইসি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর