Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রকল্পের অর্থ দ্রুত প্রদানের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৬:৪২

নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দাদের বিক্ষোভ।

ফরিদপুর: ফরিদপুর জেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের অনুমোদিত প্রকল্পের অর্থ দ্রুত প্রদানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসার (অব.) আলতাফ হোসেন বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে জেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে ৫ হাজার ১০০ পরিবারের জন্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অদ্যাবধি সেই অর্থ তারা বুঝে পায়নি। দ্রুত অর্থ বুঝে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সারাবাংলা/এনজে

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী দাবি প্রকল্পের অর্থ বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর