যশোর: যশোরে পৃথক অভিযানে প্রায় পৌনে ৮ কোটি টাকার সোনার বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক আসামিরা হলেন—মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের জাহিদ হোসেন (২৬) এবং ঝিকরগাছার সুজন কুমার বাপ্পি (৩৪)।
বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬ টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাজিদের মানিব্যাগ থেকে ২টি সোনার বার উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় আরেকটি অভিযানে জাহিদ ও বাপ্পিকে আটক করা হয়। তাদের কোমরে বিশেষভাবে লুকানো ৩৪টি সোনার বার উদ্ধার করা হয়।
দুই অভিযানে মোট ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা।
বিজিবি জানায়, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে—তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এসব সোনার বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।