Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে পৌনে ৮ কোটি টাকার সোনার বারসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৭:১১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৭:৫৫

সোনার বারসহ আটক আসামিরা

যশোর: যশোরে পৃথক অভিযানে প্রায় পৌনে ৮ কোটি টাকার সোনার বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক আসামিরা হলেন—মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের জাহিদ হোসেন (২৬) এবং ঝিকরগাছার সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬ টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাজিদের মানিব্যাগ থেকে ২টি সোনার বার উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় আরেকটি অভিযানে জাহিদ ও বাপ্পিকে আটক করা হয়। তাদের কোমরে বিশেষভাবে লুকানো ৩৪টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দুই অভিযানে মোট ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা।

বিজিবি জানায়, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে—তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এসব সোনার বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার
২২ অক্টোবর ২০২৫ ২৩:০৫

আরো

সম্পর্কিত খবর