Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে হিজড়ার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৭:১৯

মাসুদ ওরফে টুসু।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামে একটি খাল থেকে এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শাহমূলকদি গ্রামের খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মৃতের নাম মাসুদ ওরফে টুসু (৪০), তিনি রাজবাড়ি জেলা আইনুদ্দিন বেপারীকান্দী এলাকার বাবু বেপারীর ছেলে।

হিজড়া ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ (হিজড়া) ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল থেকে তিনি নিখোঁজ হন। এর তিনদিন পর ভাঙ্গা থানা পুলিশ খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে খবর আসে আলগি ইউনিয়নের শাহমলুকদি খালে ভাসমান একটা মরদেহ ভেসে যাচ্ছে। এরপর মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে

উদ্ধার নিখোঁজ মরদেহ হিজড়া