Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নতুন আইন হচ্ছে

সোহেল রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২০:১৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ০০:৪৫

ঢাকা: দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে নতুন একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি অন্তর্ভূক্তির প্রক্রিয়ায় কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হবে। এ প্রক্রিয়ার আওতায় রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকেও রাখা হতে পারে। এ বিষয়ে আইন প্রণয়নের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি) এবং অর্থ মন্ত্রণালয়ের ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগ’-কে ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। চূড়ান্ত আইনটি উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদনের পর অন্তর্বর্তীকালীন সরকার এটি অধ্যাদেশ আকারে জারি করবে।

বিজ্ঞাপন

অতি সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের মালিকানা রয়েছে এরূপ ‘বহুজাতিক কোম্পানিসহ রাষ্ট্র মালিকানাধীন লাভজনক মৌলভিত্তি সম্পূর্ণ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত’ অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় ও বিএসইসি সূত্রে জানা যায়, প্রণীতব্য আইনের আওতায় দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানি এবং সরকারের শেয়ার আছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকভুক্ত হওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে মধ্যে কোম্পানিগুলো নিজেদের পুঁজিবাজারে তালিকাভুক্ত না করলে সেজন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও আর্থিক দণ্ড দেওয়া হতে পারে। এছাড়া নির্দিষ্ট সময়ে মধ্যে কোম্পানিগুলোকে কী পরিমাণ শেয়ার বাজারে ছাড়তে হবে- সেটি আইনে উল্লেখ করা থাকবে এবং একই সাথে যে সকল বহুজাতিক কোম্পানির শেয়ার পুঁজিবাজারে রয়েছে, তাদের শেয়ারের পরিমাণও বাড়ানো হতে পারে। এ বিষয়ে আইনে বাধ্যবাধকতা থাকবে।

সূত্র জানায়, প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশে বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারের তালিকাভুক্তির বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১০ মোতাবেক কমিশন কোনো সিকিউরিটির প্রকৃতি এবং লেনদেন বিবেচনা করে জনস্বার্থে স্টক এক্সচেঞ্জের সাথে পরামর্শ এবং ইস্যুকারীকে শুনানির সুযোগ প্রদান করে স্টক এক্সচেঞ্জ-কে সিকিউরিটি তালিকাভুক্ত করার নির্দেশ দিতে পারে।

সূত্রমতে, সভায় যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোর সরকারি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ এবং বিদেশি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলো এবং দেশীয় রাষ্ট্রমালিকানাধীন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোর মার্কেট ভ্যালুসহ প্রকৃত আর্থিক অবস্থা জানা যাবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ও সরকারের ট্যাক্স বাড়বে।

সূত্র জানায়, বৈঠকে মোটা দাগে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি হচ্ছে- বহুজাতিক কোম্পানিসহ রাষ্ট্র মালিকানাধীন লাভজনক মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে একটি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে পুঁজিবাজারে তালিভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসইসি/ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)/ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আগামী ১৫ দিনের মধ্যে চিঠি প্রদান; এবং

অপরটি হচ্ছে- প্রণীত তালিকা অনুযায়ী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর ১০ ধারা মোতাবেক পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় ও প্রক্রিয়া সহজ করে কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তকরণে বিএসইসি কর্তৃক ব্যবস্থা গ্রহণ।

সূত্র জানায়, বৈঠকে পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে বেশ কিছু কোম্পানির নাম উঠে এসেছে। সেগুলো হচ্ছে- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সাইনোভিয়া (সাবেক স্যানোফি) বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, সিনজেন্টা (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি ইত্যাদি।

সূত্র মতে, এছাড়া রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ, জ্বালানি ও বিমা খাতের কয়েকটি প্রতিষ্ঠানের নামও আলোচনায় এসেছে। এগুলো হচ্ছে- পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়ারজেন লিমিটেড, সিলেট গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেড, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড, সাধারণ বিমা কর্পোরেশন ও জীবন বিমা কর্পোরেশন।

সূত্র জানায়, এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের কোনো কোম্পানি তালিকাভুক্তির জন্য বিবেচিত হলে এ প্রক্রিয়ায় কার্যক্রম গ্রহণ করতে হবে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নে বৈঠকে বিএসইসি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-কে তিন মাস সময় দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস

নতুন আইন পুঁজিবাজার বহুজাতিক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তালিকাভুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর