Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


৬ জুলাই ২০১৮ ১৬:৪৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় ১৩৮ বোতল ফেনসিডিলসহ মো. ইমরান আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৬ জুলাই) সকাল সোয়া ৮টার র‌্যাব-২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ মো. ইমরান আলীকে আটক করে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার মেহেরচন্ডি পূর্বপাড়া এলাকায়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতো বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুরের বাসস্ট্যান্ড এলাকার মিজান টাওয়ারের সামনে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ইমরান আলীকে আটক করা হয়।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর