ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশে গণতন্ত্র পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে, আর এ সময় যারা নানা বিতর্কিত ইস্যু সামনে নিয়ে আসছে, তারা একসময় মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলাল বলেন, ‘গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ আজ সারা বাংলাদেশে চলছে, এর মাঝখানে কিছু কিছু বিতর্কিত বিষয় উত্থাপন করছে এক শ্রেণির মানুষ। তাদের অতীত ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে, মুক্তিযুদ্ধের সময়েও তারা একই ধরনের ভূমিকা পালন করেছে। আজ তারা আবারও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে।’
জামায়াতের উদ্দেশে আলাল বলেন, ‘৫ আগস্টের পরে একটি রাজনৈতিক দল ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখন আবার তারা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। আসলে কোনটা ঠিক? আগে তো ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করলেন, সেটা সঠিক নাকি পিআর পদ্ধতি চান, সেটাই আগে পরিষ্কার করুন।’
যুবদলের সাবেক এই সভাপতি দাবি করেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা নিজেদের দলীয় শুদ্ধি অভিযানে তিন হাজারেরও বেশি নেতা-কর্মীকে বহিষ্কার করেছে। তিনি বলেন, ‘এই দেশে এমন একটি দল দেখান, যারা ছোট ছোট অনৈতিক কাজের জন্যও নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি সেটা করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির চামড়া তুলে নিন, তবুও বিএনপি অর্জুন গাছ। অর্জুন গাছের চামড়া তুলে নিলেও গাছ মরে না। যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদেরও সময় মতো ফল ভোগ করতে হবে।’
আলাল বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম গুমের শিকার হন চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান। তাকে গুম করেছিল আওয়ামী লীগ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছে সিরাজ শিকদারকে হত্যা দিয়ে। এদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ।’
তিনি আরও বলেন, ‘আজ আওয়ামী লীগের পতন হয়েছে। এখন সময় এসেছে নতুনভাবে দেশ গড়ার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পতাকাতলে এক হতে হবে।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইফতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার প্রমুখ।