Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণপরিষদ ও গণভোট নিয়ে ইসি’র কোনো পরিকল্পনা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৮:১৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ২০:০৭

সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, গণপরিষদ ও গণভোট নিয়ে কোনো পরিকল্পনা নেই। আসন্ন নির্বাচনের যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি প্রস্তুত আছে জানিয়ে সচিব বলেন, বর্তমানে সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবছে না কমিশন।

‎বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার আহমেদ।

‎তফসিল কবে এবং ভোট কবে হবে এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দিব। আমাদেরকে প্রধান উপদেষ্টার দফতর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজানতো চাঁদ দেখার উপর নির্ভরশীল। এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন।’

‎ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।’

‎এদিকে নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে তফসিল ঘোষণার দুই মাস আগে জানাতে হবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে।

‎ইসি রোডম্যাপে জানিয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে- এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিসার্ট, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে।

‎এ ছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেইক অফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে যাতায়াতের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে ইসি।

‎ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এনজে

ইসি রোডম্যাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর