Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র মাহবুবুল আলম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২১:৩১

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: পেশাদার কূটনী‌তিক এস এম মাহবুবুল আলমকে মহাপরিচালক (জনকূটনীতি) এবং মুখপাত্রের দা‌য়িত্ব দি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ( ২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন এক অফিস আদেশে এই সিদ্ধা‌ন্তের কথা জা‌নায়।

অফিস আদেশে পাঁচ মহাপরিচালকের দফতর রদবদলের সিদ্ধা‌ন্তের কথা জানা‌নো হয়। যেগু‌লোর ম‌ধ্যে র‌য়ে‌ছে- উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলামকে অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব হি‌সে‌বে রাষ্ট্রাচার প্রধানের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। রাষ্ট্রচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলামকে মহাপ‌রিচালক সাধারণ সেবার দা‌য়ি‌ত্বে দেওয়া হ‌য়ে‌ছে। জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক শাহ্ আসিফ রহমানের এক‌টি অতিরিক্ত দা‌য়িত্ব কমা‌নো হ‌য়ে‌ছে, তি‌নি মহাপরিচালক জনকূটনীতি এবং মুখপাত্রের দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

বিজ্ঞাপন

এ ছাড়া, এস এম মাহবুবুল আলমকে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপা‌ত্র ও মো. হুমায়ুন কবীরের এক‌টি দা‌য়িত্ব ক‌মি‌য়ে শুধুমাত্র পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তি‌নি এত‌দিন পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের পাশাপা‌শি মহাপ‌রিচালক সাধারণ সেবার দেখভাল কর‌ছি‌লেন।

সারাবাংলা/একে/পিটিএম

পররাষ্ট্র মন্ত্রণালয় মাহবুবুল আলম মুখপাত্র