Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা খুশি, উই আর হ্যাপি— ইসির রোডম্যাপ ঘোষণায় ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২০:১৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ২২:৩৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘আমরা খুশি, উই আর হ্যাপি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত মে মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারপ্রধান জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। এই রোডম্যাপ থেকে বোঝা যায়, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে আমরা খুশি, উই আর হ্যাপি।’

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’

তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা হঠকারী সিদ্ধান্ত নেবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।’

সারাবাংলা/এফএন/পিটিএম

খুশি নির্বাচন কমিশন বিএনপি মির্জা ফখরুল রোডম্যাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর