ঢাকা: চলতি পঞ্জিকা বছরের গত জুলাইয়ে দেশে যে পরিমাণ বৈদেকি ঋণ এসেছে, এর প্রায় দ্বিগুণ পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। জুলাই মাসে সব মিলিয়ে ২০ কোটি ২৭ লাখ ডলার বৈদেশিক ঋণ ছাড় হয়েছে। এর বিপরীতে সুদসহ ঋণ পরিশোধ করা হয়েছে ৪৪ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। এর মধ্যে ৩২ কোটি ৭৭ লাখ ডলার আসল এবং ১১ কোটি ৮৯ লাখ ডলারের বেশি সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। গত বছর একই মাসে বিদেশি ঋণের সুদাসল বাবদ ৩৮ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার পরিশোধ করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক প্রকাশিত জুলাইয়ের বৈদেশিক ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইআরডি জানায়, গত বছর একই মাসে অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ে অর্থ ছাড়ের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার ডলার। সে হিসাবে চলতি বছরে অর্থ ছাড়ের পরিমাণ কমেছে।
এদিকে চলতি বছরের জুলাইয়ে অর্থ ছাড়ের পরিমাণ কমলেও গত বছরের তুলনায় প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ৫ গুন বেড়েছে। গত ২০২৪ সালের জুলাইয়ে বৈদেশিক ঋণ প্রাপ্তির প্রতিশ্রুতির পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৬৪ লাখ ডলার। চলতি বছরের জুলাইয়ে মোট ৮ কোটি ৩৪ লাখ ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।