Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় জামায়াত: তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২১:০৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ২২:২৩

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হত। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ তাহের জানান, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ ঘুমিয়ে নেই। তারা সব রাজনৈতিক দলকেই পর্যবেক্ষণ করছে। পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর