ঢাকা: ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেন, রোডম্যাপে স্বচ্ছতা ও স্পষ্টতার অভাব রয়েছে। কী পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্তই স্পষ্টভাবে জানানো হয়নি। এতে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঘোষিত রোডম্যাপ কিছুটা বিভ্রান্তিমূলক। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এ কারণে আমরা মনে করি এটি অপরিপক্ব ও আংশিক, এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।”
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন অপরিহার্য। সেই প্রক্রিয়া সম্পন্ন করে তারপর নির্বাচনি রোডম্যাপ প্রকাশ করলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হতো।
এর আগে আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।