Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকীসহ ১৬ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২৩:২১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ০০:৩৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১ টায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে সাবেকমন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জানা যায়, রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। যদি গণফোরামের পক্ষ থেকে বিষয়টি নাকচ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন এবং মিলনায়তনে প্রবেশ ও অবস্থান ঠেকানোর চেষ্টা করেন। তার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার টপ নিউজ লতিফ সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর