ঢাকা: একদিনে ১৮ কর্মকর্তার দায়িত্ব রদবদলের আদেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১০ সেপ্টেম্বর থেকে তাদের বিদ্যমান পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিটিআরসির উপপরিচালক মোহাম্মদ আশরাফুল আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, কমিশনের এসএম বিভাগের পরিচালক বেগম সাজেদা পারভীনকে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে; ড. মো. সোহেল রানাকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগে এবং ইএন্ডও’র পরিচালক মো. নুরুন্নবীকে স্পেকট্রাম বিভাগে বদলি করা হয়েছে।
অপরদিকে উপ-পরিচালক (ইএন্ডও) সাবিনা ইসলাম ও নাফিসা মল্লিককে লিগ্যাল অ্যান্ড লাসেন্সিং বিভাগে পাঠানো হয়েছে। একইভাবে ইঅ্যান্ডও উপপরিচালক সনজিব কুমার সিংহকে এনফোর্স অ্যান্ড ইন্সপেকশন বিভাগে বদলি করা হয়েছে।
অর্থ হিসাব ও রাজস্ব বিভাগ থেকে সহকারি পরিচালক মো. কাউছার আহমেদ এবং এসএস এর উপ সহকারি পরিচালক মো. আমিনুল ইসলামকে প্রশাসনিক বিভাগে পাঠানো হয়েছে। এছাড়াও, এসএস বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুল আলম এবং সহকারি পরিচালক মইনুল হককে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
এসএস বিভাগের উপ-সহকারী পরিচালক মো. কামাল সিদ্দিকী এবং ইঅ্যান্ডও বিভাগের উপ-সহকারী পরিচালক মো. রায়হান কবিরকে স্পেকট্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগে বদলি হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা জেড এ রাসেল, এসএম বিভাগের উপ-সহকারী পরিচালক রেজাউল ছাবির এবং এসএম বিভাগের উপ-সহকারী পরিচালক মো. সোহেল।
জানা গেছে, কমিশনে শুদ্ধি অভিযান ও স্থবিরতা কাটাতে এই রদবদলের ঘটনা ঘটেছে। এর আগে, ৬ কর্মকর্তাকে ওএসডি করে বিটিআরসি।