আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষপ্রান্তে চলে এসেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ খেলেই আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলবেন লিওনেল মেসি, ধারণা করা হচ্ছে এমনটাই। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের প্রথমটিতে দেশের মাটিতে ভেনেজুয়েলার মুখোমুখি মেসির দল। আর্জেন্টিনার মাটিতে এটাই হতে পারে মেসির শেষ ম্যাচ।
লাতিন অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচ তাই অনেকটাই গুরুত্বহীন স্কালোনির দলের কাছে। তবে এই দুই ম্যাচেও স্কোয়াডে আছেন মেসি।
৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার মনুমেন্টালে মুখোমুখি আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই আর্জেন্টিনার। এই ম্যাচটাই তাই হতে পারে দেশের মাটিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
সেরকম আভাস দিয়ে মেসিও জানালেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা তার জন্য বিশেষ কিছু, ‘এটা আমার জন্য বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। আমি জানি না এরপর আর্জেন্টিনার মাটিতে আর কোনো প্রীতি ম্যাচ হবে কিনা। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আমার স্ত্রী, পরিবার, ভাই, বাবা-মা সবাই উপস্থিত থাকবে।’
মেসি কি পারবেন জয় দিয়েই দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটা রাঙ্গাতে?