Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় ৫ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১১:১৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১১:২৩

আসামি রেজাউল করিম।

পটুয়াখালী: কলাপাড়ায় পাঁচ মামলার আসামি রেজাউল করিমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত এই আসামির বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলার সাজাপ্রাপ্ত আসামি তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেফতার এই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার আলীপুর বন্দরে তাকে গ্রেফতার করে পুলিশ।
কলাপাড়া থানার এসআই ফোরকান ও এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার রেজাউল করিম উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের সিদ্দিক ফরাজীর ছেলে।

কলাপাড়া থানার এসআই ফোরকান জানান, তার নামে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিতে সাজাপ্রাপ্ত। সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

৫ মামলা আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর