Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবকাঠামোগত উন্নয়নে চীন অনেক এগিয়ে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৬:৪২

সম্প্রতি এনসিপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘চীন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি এগিয়ে রয়েছে।’

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন—’আমরা চীনকে যতটা উন্নত ভাবি, বাস্তবে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তারা তার চেয়েও অনেক বেশি উন্নত।’

সারজিস আলমের এ মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফর করে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে অবকাঠামো, বিনিয়োগ ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এনসিপি সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর