Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের আমলে গুম ব্যক্তিদের সন্ধান ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৭:০৭

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন ‘আন্তর্জাতিক গুম দিবস’ (৩০ আগস্ট) উপলক্ষ্যে এক বিবৃতিতে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করে তাদের পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। একইসঙ্গে এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক গুম দিবস পালিত হয়ে আসছে। এ দিনে আমরা গুমের শিকার ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ গুমের শিকার হয়েছেন।

জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, গত দেড় যুগে ৭০০ জনেরও বেশি মানুষ গুম হয়েছেন। এর ফলে বহু পরিবার নিদারুণ কষ্ট ও মানসিক ট্রমার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে।

জামায়াত নেতা বলেন, ‘বছরের পর বছর কাউকে গুম করে রাখা শুধু মানবাধিকার নয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘনেরও শামিল। বিরোধী কণ্ঠরোধে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।’

তিনি উল্লেখ করেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম দীর্ঘ আট বছর পর ফিরে এলেও বিএনপি নেতা ইলিয়াস আলী, সাবেক কমিশনার চৌধুরী আলম, জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী ছাত্রশিবির নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহসহ অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার দ্রুত গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করবে এবং এ অপরাধে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনবে।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আন্তর্জাতিক গুম দিবস বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর