পাবনা: ‘নতুন নতুন নেতাকর্মী আসছেন তাদেরকে স্বাগত জানাই। তবে, যারা আমাদের কর্মী ছিল ভয়ে আসতে পারেনি এখন আসছে তাদেরকে সামনের দিকে এগিয়ে দিবেন। কিন্তু আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না’, বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বনমালী শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনে পাবনায় স্বেচ্ছাসেবক দলের জেলা তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি মহল একটি গোষ্ঠী নতুন করে বাংলাদেশ ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি। অধিকাংশই একাধিক মিথ্যা মামলায় আসামি হয়েছি। মানুষের এই ভোট অধিকার ফিরিয়ে দিতে।’
বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের সময় দিন ঠিক করছেন জাতীয় নির্বাচনের ঠিক সেই সময় একটি মহল ভোট অধিকার হরণ করার অপচেষ্টা করছে তা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে বক্তব্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসানসহ জেলা উপজেলা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।