নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে পাঁচটি ইউনিয়ন শিবপুর ও বেলাবো উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠেছে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে সীমানা বহাল রাখার দাবিতে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে উপজেলাবাসী।
এ সময় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।