Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেফরিজ রিপোর্ট
ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করতে না পারায় ভারতের ওপর ট্রাম্পের শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ২০:৫৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা সংস্থা জেফরিজের একটি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে ভারতের ওপর ৫০ শতাংশ উচ্চ শুল্ক আরোপ করেছে, তার কারণ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্থতা করতে দেওয়া হয়নি।

শুক্রবার (২৯ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এত উচ্চ ও নজিরবিহীন শুল্ক আরোপ ট্রাম্পের ‘ব্যক্তিগত ক্ষোভের’ ফলস্বরূপ। এতে আরও বলা হয়, তিনি নাকি মে মাসে এই দুই দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশের সংঘাতের মধ্যে হস্তক্ষেপ করার আশা করেছিলেন।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এই শুল্ক মূলত মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত ক্ষোভের ফল, কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের তিক্ততা নিরসনে মধ্যস্থতা করার সুযোগ তাকে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

ভারত বারবার বলেছে, পাকিস্তান-সম্পর্কিত কোনো সংঘাতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ তারা স্বাগত জানায়নি।

ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি ভারত-পাকিস্তান সংঘাতসহ বিশ্বের আরও কয়েকটি সংঘাতের অবসান ঘটিয়েছেন। হোয়াইট হাউস দাবি করেছে, এর জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জুলাই মাসে বলেছিলেন, ‘এখনই সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার।’

এর আগে এই বছর, তিনি ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করেছিলেন, ‘আমি আপনাদের দুজনের সঙ্গেই কাজ করব, যাতে হাজার বছর পর হলেও কাশ্মীর নিয়ে একটি সমাধান বের করা যায়।’ মধ্যস্থতার এই প্রস্তাব ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকা সত্ত্বেও ভারত ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়’ – এই ‘লাল রেখা’ থেকে সরে আসেনি।

প্রতিবেদনে শুল্ক আরোপের আরেকটি কারণ হিসেবে কৃষিক্ষেত্রকে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ভারতীয় সরকারই কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষি খাতে আমদানির অনুমতি দেয়নি।

ভারতে প্রায় ২৫০ মিলিয়ন কৃষক ও শ্রমিক তাদের জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। দেশটির ৪০ শতাংশ কর্মজীবী মানুষ কৃষিক্ষেত্রে নিযুক্ত।

জেফরিজের প্রতিবেদনটি সতর্ক করে বলেছে, ভারতকে এভাবে চাপ দিলে তারা চীনের ঘনিষ্ঠ হওয়ার ঝুঁকি রয়েছে। ভারত ও চীন পাঁচ বছর পর সেপ্টেম্বর মাস থেকে সরাসরি বিমান চলাচলও পুনরায় চালু করবে।

সারাবাংলা/এইচআই

ট্রাম্পের শুল্ক ট্রাম্পের শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর