যুক্তরাজ্য সরকার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ২টা ১০ মিনিটে তারা ঢাকায় পৌঁছান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে এইচএফএম৮৫১ নম্বর বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা যাত্রা শুরু করেন। পথে ইসলামাবাদে যাত্রাবিরতির পর ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি।
বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার শাখা নিশ্চিত করেছে, ফেরত পাঠানোদের জন্য ভ্রমণ পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী ছিলেন আবার কারও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফেরত আসাদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন।
তারা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলা থেকে এসেছেন। নথি অনুযায়ী, অন্তত ছয়জনের কোনো পেশা ছিল না। অন্যরা যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন বা শিক্ষার্থী ছিলেন।
সম্প্রতি যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হলেও অবৈধভাবে যুক্তরাজ্যে থেকে যান। যুক্তরাজ্য তাদের অভিবাসন আইন কঠোরভাবে কার্যকর করছে এবং এই ফেরত পাঠানো তারই অংশ।