পটুয়াখালীর: পটুয়াখালীর গলাচিপায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক সোহেল প্যাদার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা আমখোলা ইউনিয়নের পাঙ্গাসিয়া খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল প্যাদা বাশবাড়িয়া গ্রামের দেলোয়ার প্যাদার ছেলে।
স্থানীয়রা জানায়, সোহেল গত বুধবার (২৭ আগস্ট) রাতে মাছ ধরতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। দুপুরে খালের কচুরিপানার মধ্যে তার ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।