Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগের মৌখিক পরীক্ষা ২১ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৯:৫১

ঢাকা: আগামী রোববার ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ হাসপাতালের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিজ্ঞপ্তিতে প্রার্থীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো, অনলাইনে রেজিস্ট্রেশনের সময় ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে; মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীর কাছে কমিশন থেকে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে BPSC Form–5A (Applicant’s Copy) এর সঙ্গে অতিরিক্ত এক সেট করে প্রবেশপত্রের কপি ও শিক্ষাগত যোগ্যতাসহ সব সনদের সত্যায়িত কপিগুলো সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

এছাড়াও বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি ও সমমানের মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি; বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি এবং মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ন্যূনতম আধা ঘণ্টা (৩০ মিনিট) আগে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থিত হতে হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার সূচি
https://content.thedailycampus.com/assets/file_manager/source/ALVY/PDF_220%20(1).pdf

এই ঠিকানায় পাওয়া যাবে।

সারাবাংলা/এনএল/এসএস

২১ সেপ্টেম্বর নিয়োগ মৌখিক পরীক্ষা সিনিয়র স্টাফ নার্স